크레딧
실연 아티스트
Dipannita Acharya
실연자
The Folk Foundation
실연자
작곡 및 작사
Fakir Lalon
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
HoiChoi
프로듀서
가사
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষেতে মধু আছে গো
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষেতে মধু আছে গো
কালো ভ্রমর জানে...
কালো ভ্রমর জানে মধুর মর্ম, হায় রে
গুবরা পোকা জানে না
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
চণ্ডীদাস আর রজকিনী
ওরাই প্রেমের শিরোমনি গো
হায় রে চণ্ডীদাস আর রজকিনী
ওরাই প্রেমের শিরোমনি গো
তারা এক মরণে...
তারা এক মরণে দুইজন মরে সই লো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
মুক্তজলে স্নান করিয়ে
জলের ছোঁয়ায় ওই রূপ হেরি গো
মুক্তজলে স্নান করিয়ে
জলের ছোঁয়ায় ওই রূপ হেরি গো
জলে নামি নামি...
জলে নামি নামি মনে করি হায় রে
মরণ ভয়ে নামি না
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
এমন প্রেমের নদীতে সই লো
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
Written by: Fakir Lalon, Lalon Fakir Shah