크레딧
실연 아티스트
Sabina Yasmin
실연자
작곡 및 작사
Satya Saha
작곡가
Gazi Mazharul Anwar
작곡가
가사
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
যেমনটি চেয়েছিলে
হয়তো তেমন গান গাইতে পারিনি
একদিন মুগ্ধ হবে আমার গানে
এমন আশা তো আজও ছাড়িনি
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
আমার গানের গীতিকার
এখনো তেমন গান লেখেনি
আমার গানের গীতিকার
আমার গানের গীতিকার
এখনো তেমন গান লেখেনি
যে গানে রোমাঞ্চিত হবে হৃদয়
যে গানে শ্রোতারা রবে তন্ময়
হাজার বছর পরে যে গান শুনলে পরে
জানবে সবাই আমি এখনো হারাইনি
আমি হারিয়ে যাইনি
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
আমার গানের সুরকার
এখনো তেমন সুর বাঁধেনি
আমার গানের সুরকার
আমার গানের সুরকার
এখনো তেমন সুর বাঁধেনি
যে সুরে পাগলপারা নদীর ধারা
যে সুরে বনের পাখি দিশেহারা
যে সুরে মালা গেঁথে রেখে যাবো পৃথিবীতে
তার আগে চলে যাবো, এমন তো ভাবিনি
আমি এমন তো ভাবিনি
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
যেমনটি চেয়েছিলে
হয়তো তেমন গান গাইতে পারিনি
একদিন মুগ্ধ হবে আমার গানে
এমন আশা তো আজও ছাড়িনি
প্রিয় শ্রোতাবন্ধু আমার
প্রিয় শ্রোতাবন্ধু আমার
Written by: Gazi Mazharul Anwar, Satya Saha

