크레딧
실연 아티스트
Purabi Dutta
리드 보컬
Kazi Nazrul Islam
음악 감독
작곡 및 작사
Kazi Nazrul Islam
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
Raga Music Communications Pvt Ltd
프로듀서
가사
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে
সঙ্কেত-বাঁশরি বাজে
বাঁশরি বাজে, বাজে
সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে
বনে বনে বাজে
মনে মনে বাজে
সজিয়াছে ধরণী অভিসার-সাজে
নাগর-দোলায় দুলে সাগর পাথার
নাগর-দোলায় দুলে সাগর পাথার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
জেগে ওঠে কাননে, ডেকে ওঠে পাখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
অসহ রূপের দাহে ঝলসি গেল আঁখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
জেগে ওঠে কাননে, ডেকে ওঠে পাখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
অসহ রূপের দাহে ঝলসি গেল আঁখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো
ঘুমন্ত যৌবন, জাগো
জাগো, জাগো, জাগো
জাগো, জাগো
ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো
সুন্দরী, সুন্দর-পরশন মাগো
চল বিরহিণী অভিসারে বঁধুয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
Written by: Kazi Nazrul Islam

