뮤직 비디오
뮤직 비디오
크레딧
실연 아티스트
Artcell
리드 보컬
작곡 및 작사
Artcell
작사가 겸 작곡가
Saef Al Nazi
작곡가
Sazzadul Asheqeen Shaju
작곡가
Lincoln D'Costa
작곡가
Ershad Zaman
작곡가
Torikul Islam Rupok
작사가 겸 작곡가
가사
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়
স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার
চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মতো তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা
অসাড়তা...
Written by: Ershad Zaman, Lincoln D'Costa, Saef Al Nazi, Sazzadul Asheqeen Shaju, Torikul Islam Rupok