가사
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত আকাশে
জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসিছে মহাবেদনা
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
খড়্গ তোমার, হে দেব ব্রজপাণি, চরণ শোভায় রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
Written by: Rabindranath Tagore


