뮤직 비디오

제공

크레딧

실연 아티스트
Iman Chakraborty & Surojit Chatterjee
Iman Chakraborty & Surojit Chatterjee
리드 보컬
작곡 및 작사
Rossen
Rossen
작곡가

가사

ও গ্রামের নওজোয়ান, হিন্দু, মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু, মুসলমান মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম ও গ্রামের নওজোয়ান, হিন্দু, মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু, মুসলমান মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম হায় রে, মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো রঙ্গে-ঢঙ্গে গাইতো, আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো রঙ্গে-ঢঙ্গে গাইতো, আনন্দ পাইতাম বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম হায় রে, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম? হায় রে, আমরা কি তার খবর লইতাম? আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম বিবাদ ঘটিলে পাঞ্চায়েতের বলে গরিব-কাঙালে বিচার পাইতাম বিবাদ ঘটিলে পাঞ্চায়েতের বলে গরিব-কাঙালে বিচার পাইতাম মানুষ ছিল সরল, ছিল ধর্মবল মানুষ ছিল সরল, ছিল ধর্মবল এখন সবাই পাগল বড়লোক হইতাম হায় রে, এখন সবাই পাগল বড়লোক হইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম করি ভাবনা, সে দিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম করি ভাবনা, সে দিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন, কোন পথে যাইতাম হায় রে, করিম দীনহীন, কোন পথে যাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম
Writer(s): Shah Abdul Karim Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out