Chandrabali Rudra Dutta의 상위 곡
크레딧
실연 아티스트
Chandrabali Rudra Dutta
실연자
Deepabali Dutta
실연자
작곡 및 작사
R.타고르
송라이터
가사
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
মন্দ পবনে আজি ভাসে আকাশে
বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
প্রাণ মন মম ধীরে ধীরে
প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদরসে আসে ভরি
দেহ পুলকিত উদার হরষে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
Written by: Rabindranath Tagore