Safin Ahmed Sohan의 상위 곡
크레딧
작곡 및 작사
Safin Ahmed Sohan
송라이터
가사
যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় অবেলায়
ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়
এখানে পড়ে আছে কত শত প্রাণ
জীবনের গান গেছে হারিয়ে
একা দাঁড়িয়ে অপেক্ষায়
অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে
রক্ত-প্লাবনে তোমার ক্ষীণ হাসি
কত আদরে ভালোবেসেছি তোমার ঐ মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে
পথে যেতে হায় সে ভালোবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজও আজীবন, হৃদয় সঁপেছি তোমায়
কত আদরে ভালোবেসেছি তোমার ঐ মিষ্টি হাসি
তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে
পথে যেতে হায় সে ভালোবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজও আজীবন, হৃদয় সঁপেছি তোমায়
কত আদরে-
Written by: Safin Ahmed Sohan