크레딧

실연 아티스트
Agnibha Bandyopadhyay
Agnibha Bandyopadhyay
실연자
작곡 및 작사
R.타고르
작곡가

가사

তুমি আমাদের পিতা
তোমায় পিতা বলে যেন জানি
তোমায় নত হয়ে যেন মানি
তুমি কোরো না কোরো না রোষ
তুমি আমাদের পিতা
তোমায় পিতা বলে যেন জানি
তোমায় নত হয়ে যেন মানি
তুমি কোরো না কোরো না রোষ
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ
তুমি কোরো না কোরো না রোষ
যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ
তুমি কোরো না কোরো না রোষ
তুমি আমাদের পিতা
তোমায় পিতা বলে যেন জানি
তোমায় নত হয়ে যেন মানি
তুমি কোরো না কোরো না রোষ
তোমা হতে সব সুখ হে পিতা
তোমা হতে সব ভাল
তোমাতেই সব সুখ হে পিতা
তোমাতেই সব ভাল
তোমা হতে সব সুখ হে পিতা
তোমা হতে সব ভাল
তোমাতেই সব সুখ হে পিতা
তোমাতেই সব ভালো
তুমিই ভালো হে তুমিই ভালো
সকল-ভালোর সার
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার
তোমারে নমস্কার
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার
তোমারে নমস্কার
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার
তোমারে নমস্কার
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...