Credits
PERFORMING ARTISTS
Imran
Performer
COMPOSITION & LYRICS
Imran Mahmudul
Composer
Tareq Ananda
Songwriter
Songteksten
তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি
তুই জাগবি সারারাত, আমি আসব হঠাৎ
তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি
তুই জাগবি সারারাত, আমি আসব হঠাৎ
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোর বুকের গভীরে
দেবো আজ আলতো ছোঁয়া
ভালোবাসবি জনম ভর
হৃদয়ে অনেক মায়া
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
ভুলে যাস না আমায়
তুই ছাড়া বাঁচি না
ও যতনে রাখবো তোকে
ফুলেরও বিছানায়
তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাঁসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
তোকে প্রানের চেয়ে বড় বেশি ভালোবাসি
Written by: Imran Mahmudul, Tareq Ananda

