Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Riddhi Bandyopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Songteksten
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
যে দিকে চেয়ে দেখি, ওগো সখী
যে দিকে চেয়ে দেখি, ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
পরানে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান
পরানে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান
আজিকে কী ঘোর তুফান, সজনি গো
বাঁধ আর বাঁধিতে না'রি
বাঁধ আর বাঁধিতে না'রি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে
সহসা কী বহিল কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
কেন এমন হল গো, আমার এই নবযৌবনে
সহসা কী বহিল কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ
হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ
জানি না কী বাসনা, কী বেদনা গো
কেমনে আপনা নিবারি
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু'কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
Written by: Rabindranath Tagore


