Muziekvideo

Jonmo Amar Dhonno Holo | জন্ম আমার ধন্য হলো | Sabina Yasmin | দেশাত্মবোধক গান | Soundtek
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
Sabina Yasmin
Sabina Yasmin
Performer
COMPOSITION & LYRICS
Azad Rahman
Azad Rahman
Composer
Naim Gouhor
Naim Gouhor
Songwriter

Songteksten

জন্ম আমার ধন্য হলো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো আমায় বুকেই যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি, বর্ণ কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি, বর্ণ কত শত তুমি আমার, তুমি আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশেই থাকো মাগো আমার পাশেই থাকো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার প্রেমে, তোমার গন্ধে পরান ভরে রাখি এই তো আমার জীবন মরণ, এমনি যেন থাকি তোমার প্রেমে, তোমার গন্ধে পরান ভরে রাখি এই তো আমার জীবন মরণ, এমনি যেন থাকি বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও নাকো আমায় জাগিয়ে দিও নাকো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
Writer(s): Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out