Credits
PERFORMING ARTISTS
Sanjeeb Choudhury
Performer
COMPOSITION & LYRICS
Kamruzzaman Kamu
Songwriter
Songteksten
আরে নেশায় আমার যাচ্ছে বয়ে
যায় বয়ে যায় বেলা রে
প্রাণে তার বেঁধেছি তিন তারাতার
সঙ্গে জীবন সারারে
আরে নেশায়
আরে নেশায়।
আরে নেশায় আমার যাচ্ছে বয়ে
যায় বয়ে যায় বেলা রে
প্রাণে তার বেঁধেছি তিন তারাতার
সঙ্গে জীবন সারারে
আরে নেশায়
আরে নেশায়।
নিছক বসে হে
নিছক বসে ধুলার মাঝে
জীবন বদল করি হে
ধুলায় জন্ম নিচ্ছে শিশু
ধুলায় আত্মহারারে।
আরে নেশায়
আরে নেশায়
আরে নেশায় আমার যাচ্ছে বয়ে
যায় বয়ে যায় বেলা রে
প্রাণে তার বেঁধেছি তিন তারাতার
সঙ্গে জীবন সারারে
আরে নেশায়
আরে নেশায়।
মাতাল সুর্য ওহ
মাতাল সূর্য মাতাল রাত্রি
মাতাল বাতাস বহে রে
মাতাল বুকের পাঁজর আমার
মাতাল অশ্রুধারারে
আরে নেশায়
আরে নেশায়
আরে নেশায় আমার যাচ্ছে বয়ে
যায় বয়ে যায় বেলা রে।
আরে নেশায়
আরে নেশায়
রঙ্গে বসে হে
রঙ্গে বসে আঁকছি জীবন
সঙ্গে তো নাই সঙ্গী হে
সঙ্গে শীতল ছায়া আমার
সঙ্গ পাগলপারারে
আরে নেশায়
আরে নেশায়
আরে নেশা আমার যাচ্ছে বয়ে
যাচ্ছে বয়ে যায় বেলা রে হে
প্রাণে তার বেঁধেছি তিন তারাতার
সঙ্গে জীবন সারারে
আরে নেশায়
আরে নেশায়।
আরে নেশা আমার যাচ্ছে বয়ে
যাচ্ছে বয়ে যায় বেলা রে হে
প্রাণে তার বেঁধেছি তিন তারাতার
সঙ্গে জীবন সারারে
আরে নেশায়
আরে নেশায়।
Written by: Kamruzzaman Kamu

