Credits

Songteksten

এভাবে কত দিন যাবে?
কী করে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
এভাবে কত দিন যাবে?
কী করে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
মন ভরে দেখেছি আকাশ
শেষ কবে, কিছু মনে নেই
আজ এতদিন পরেতে বুঝি
বনের পাখিটা বনে নেই
এভাবে থাকি কিভাবে?
কী করে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
এভাবে থাকি কিভাবে?
কিভাবে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
আমিও চাই কেউ একজন থাক
চোখের ভাষা পড়তে জানে
সুখের ছায়ায় সুখ কতটা
বুঝিনি সে সুখের মানে
জেনে কি আমায় জানাবে?
কী করে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
এভাবে কত দিন যাবে?
কী করে বাঁচতে হয়, তুমি কি শেখাবে?
instagramSharePathic_arrow_out

Loading...