Credits
Songteksten
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে
মেলি রাগ-অলস আঁখি
অনুরাগ-অলস আঁখি
সখি, জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে
আজি চঞ্চল এ নিশীথে
জাগ ফাগুনগুণগীতে
আজি চঞ্চল এ নিশীথে
জাগ ফাগুনগুণগীতে
অয়ি প্রথমপ্রণয়ভীতে
মম নন্দন-অটবীতে
মম নন্দন-অটবীতে
পিক মূহু মূহু উঠে ডাকি
সখি, জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে
জাগ নবীন গৌরবে
নব বকুলসৌরভে
মৃদু মলয়াবীজনে
জাগ নিভৃত নির্জনে
মৃদু মলয়াবীজনে
জাগ নিভৃত নির্জনে
আজি আকুল ফুলসাজে
জাগ মৃদুকম্পিত লাজে
আজি আকুল ফুলসাজে
জাগ মৃদুকম্পিত লাজে
মম হৃদয়শয়নমাঝে
শুন মধুর মুরলী বাজে
শুন মধুর মুরলী বাজে
মম অন্তরে থাকি থাকি
সখি, জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ জাগ জাগ
মম যৌবননিকুঞ্জে

