Songteksten
এখনো আঁধার রয়েছে, হে নাথ
এ প্রাণ দীন মলিন, চিত অধীর
সব শূন্যময়
এখনো আঁধার রয়েছে, হে নাথ
চারি দিকে চাহি
পথ নাহি নাহি
চারি দিকে চাহি
পথ নাহি নাহি
শান্তি কোথা, কোথা আলয়?
কোথা তাপহারী পিপাসার বারি
হৃদয়ের চির-আশ্রয়?
এখনো আঁধার রয়েছে, হে নাথ
এ প্রাণ দীন মলিন, চিত অধীর
সব শূন্যময়
এখনো আঁধার রয়েছে, হে নাথ


