Muziekvideo

Verschijnt in

Credits

PERFORMING ARTISTS
Anup Ghoshal
Anup Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter

Songteksten

শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, ফিরে আয় শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, ফিরে আয় তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য এ বুকে... তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী জল করুণ বিষাদ কেঁদে নদী জল করুণ বিষাদ ডাকে, "আয় ফিরে আয়" শূন্য এ বুকে... গগনে মেলিয়া শত শতকর গগনে মেলিয়া শত শতকর খোঁজে তোরে তরু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায় তুই ফিরে এলে ওরে চঞ্চল তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল-দল ধূসর আকাশ হইবে সুনীল ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায় শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, ফিরে আয় শূন্য এ বুকে পাখি মোর...
Writer(s): Kazi Nazrul Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out