Credits
PERFORMING ARTISTS
Rezwana Choudhury Bannya
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Songteksten
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো?
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে
তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে
সেই যে দু'টি উতল আঁখি উছল করুণায় গো
সেই যে দু'টি উতল আঁখি উছল করুণায় গো
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি?
একলা প্রাণের কথা নিয়ে
একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি?
আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি?
একলা প্রাণের কথা নিয়ে
একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি?
যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয়নি কি রে
আমার পরম বেদনখানি আপন বেদনায় গো
আমার পরম বেদনখানি আপন বেদনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো?
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
Written by: Rabindranath Tagore