Songteksten

গ্রামোফোন কোম্পানির rehearsal room শিল্পী ও সহকারীদের সঙ্গে হাসি গল্পে মশগুল নজরুল হঠাৎ তিনি সবাইকে প্রশ্ন করলেন অনেক টাকা পাওয়া গেলে কে কী দিয়ে তার প্রিয়াকে সাজাবে কেউ শাড়ি, কেউ গহনা দিয়ে প্রিয়াকে সাজানোর কথা বললেন ইতিমধ্যে কবি এক টুকরো কাগজে লিখে ফেলেছেন প্রিয়াকে সাজানোর উপকরণের ফিরিস্তি হারমোনিয়াম টেনে নিয়ে সুর করে সবাইকে তিনি তা শোনালেন মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল কন্ঠে তোমার পরাবো বালিকা হংস-সারির দুলানো মালিকা কন্ঠে তোমার পরাবো বালিকা হংস-সারির দুলানো মালিকা বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল দেব খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়ে রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাবো পায়ে আমার গানের সাত-সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া আমার গানের সাত-সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল দেব খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এসো, রানী দেব খোঁপায় তারার ফুল
Writer(s): Kazi Nazrul Islam, Chitta Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out