Muziekvideo

Tomake Chuye Dilam Lyrical Video | তোমাকে ছুঁয়ে দিলাম | Lyrical Video | Bastushaap | Arijit Singh
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Verschijnt in

Credits

PERFORMING ARTISTS
Arijit Singh
Arijit Singh
Performer
COMPOSITION & LYRICS
Indraadip Dasgupta
Indraadip Dasgupta
Composer
Srijato
Srijato
Songwriter

Songteksten

আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম নাম, বুকের বোতাম, হারানো খাম আজ কেন যে খুঁজে পেলাম দিন এখনও রঙিন এই দিন এখনও রঙিন তাকে আদরে তুলে রাখলাম ও, আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম নাম, বুকের বোতাম, হারানো খাম আজ কেন যে- মন রাখা আছে কোন ঈশানকোণে বিষন্নতায় চোখ, কাটাকাটি হোক, সহজ খেলার সময় কোথায়? এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক ফের সন্ধ্যে নামুক, ব্যথা তোমায় ছেড়ে যাক চুপ, মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ এই তোমাকে ছুঁয়ে দিলাম নাম, বুকের বোতাম, হারানো খাম আজ কেন যে খুঁজে পেলাম দিন এখনও রঙিন এই দিন এখনও রঙিন তাকে আদরে তুলে রাখলাম ও, আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম
Writer(s): Indraadip Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out