Songteksten

হ্যালো জান জান হ্যালো জান জান বেবি জান বলেছে হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির খুনসুঁটিতে টান বেড়েছে হায় টান বেড়েছে ও বেবি জান বলেছে হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির খুনসুঁটিতে টান বেড়েছে বেবি জান জান ও বেবি জান জান বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে হ্যালো জান জান হ্যালো জান জান দিন দুপুরে এসে মন চুরি করেছে ভালোবাসার নামে কত কি যে বলেছে দিন দুপুরে এসে মন চুরি করেছে ভালোবাসার নামে কত কি যে বলেছে বেবি জান জান ও বেবি জান জান বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে হায় বেচারা আমায় দেখে প্রেমে পড়েছে প্রেম সাগরে ডুব দিয়ে যেন সাঁতার ভুলেছে রে হায় বেচারা আমায় দেখে প্রেমে পড়েছে প্রেম সাগরে ডুব দিয়ে যেন সাঁতার ভুলেছে হ্যালো জান জান হ্যালো জান জান বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান বলে আমার জান নিয়েছে
Writer(s): Farhan4k Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out