Credits
PERFORMING ARTISTS
Manomoy Bhattacharya
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Songteksten
তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে
সুরের হাওয়া চলে গগন বেয়ে
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী
তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
মনে করি অমনি সুরে গাই
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই
মনে করি অমনি সুরে গাই
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই
কইতে কী চাই, কইতে কথা বাধে
হার মেনে যে পরান আমার কাঁদে
কইতে কী চাই, কইতে কথা বাধে
হার মেনে যে পরান আমার কাঁদে
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
Written by: Rabindranath Tagore

