Credits
PERFORMING ARTISTS
Satyaki Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Shibasish Banerjee
Composer
Akash Chakrabarty
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Songteksten
দেখবি লো চল আইলো রে জল
প্রেম কলোনি time কলে
দেখবি লো চল আইলো রে জল
প্রেম কলোনি time কলে
আগের মতন নয় ঘোলা শোন
আগের মতন নয় ঘোলা শোন
শান্তিধারায় মন গলে
জল বিনে প্রাণ চাতক সমান
ওষ্ঠাগত খুব যখন
জল বিনে প্রাণ চাতক সমান
ওষ্ঠাগত খুব যখন
ঠিক তখনই আইলো রে জল
ঠিক তখনই আইলো রে জল
স্বচ্ছ শীতল মন মতন
জলের মুখে নাই রে কথা
পাওয়ার ভাষায় মন বোঝায়
জলের মুখে নাই রে কথা
পাওয়ার ভাষায় মন বোঝায়
বইতে বইতে কখন যে হায়
বইতে বইতে কখন যে হায়
কোন ঘাটের জল কই গড়ায়
কোন ঘাটের জল কই গড়ায়
সেই নিয়মেই আইলো কি জল
প্রেম কলোনি time কলে
আগের মতন নয় ঘোলা শোন
আগের মতন নয় ঘোলা শোন
শান্তিধারায় মন গলে
মন গলে
দুঃখের কথা সুখের সময়
জলের মতোই যায় বয়ে
Time কলের জলও যাবে
Time ফুরালে সব লয়ে
সব লয়ে
রসিকে কয় থাকতে সময়
পরান ভেজাও প্রেম জলে
ভক্তে মেলে শান্তিধারা
ভক্তে মেলে শান্তিধারা
প্রেম কলোনি time কলে
প্রেম কলোনির time কলে
Time কলে, শান্তিধারায়, ও জলে
Written by: Akash Chakrabarty, Shibasish Banerjee

