Credits
PERFORMING ARTISTS
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Nayeem Gahar
Songwriter
Babna Karim
Composer
PRODUCTION & ENGINEERING
Warfaze
Producer
Songteksten
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে
শূন্য বুকের এই দীর্ঘনিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে
আমার মায়ের হাতের ছোঁয়ায়
সাজানো কত বাগান ছিলো
সেই রাতে এক হিংস্র হায়েনা
এলোমেলো করে দিলো
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে
রাতের রক্ত দিনের আলোয়
বিদ্রোহ হয়ে জেগে ওঠে
স্বাধীনতা নামের রক্ত সূর্য
আমার মায়ের আঁচল ছায়
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে
শূন্য বুকের এই দীর্ঘনিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে
Written by: Babna Karim, Nayeem Gahar

