Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Rajeswari Dutta
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Songteksten
মাঝে মাঝে তব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
"হারাই হারাই" সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই
কী করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
এত প্রেম আমি কোথা পাব, নাথ
তোমারে হৃদয়ে রাখিতে
আর-কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ
তুমি যদি বলো এখনি করিব
বিষয়-বাসনা বিসর্জন
মাঝে মাঝে তব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই
Written by: Rabindranath Tagore, Shayan Chowdhury Arnob