Kredyty
PERFORMING ARTISTS
Belal Khan
Performer
COMPOSITION & LYRICS
JK
Composer
Shomeshwar Oli
Songwriter
Tekst Utworu
আমি না থাকলে সংসারে
আমি না থাকলে সংসারে
দুঃখ দিবা কারে রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
হো আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
আমি না থাকলে সংসারে
দুঃখ দিবা কারে রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
হো আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
ভালোবাসার প্রতিদানে
গোলা ভরলা চিটা ধানে
ভালোবাসার প্রতিদানে
গোলা ভরলা চিটা ধানে
বাড়ল আঘাত দানে দানে
বাড়ল আঘাত দানে দানে
ফুলে বিঁধল কাঁটা রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
আলো আশার দুনিয়াতে
সবই রাখলা কলিজাতে
আলো আশার দুনিয়াতে
সবই রাখলা কলিজাতে
পড়বা ধরা হাতেনাতে
পড়বা ধরা হাতেনাতে
মেঘে ডুবলে তারা রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
ও আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
আমি না থাকলে সংসারে
আমি না থাকলে সংসারে
দুঃখ দিবা কারে রে
আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
হো আছি বলে বোঝো না রে
কত করি মায়া রে
Written by: JK, Shomeshwar Oli

