Kredyty

Tekst Utworu

আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক-কামোদ
এমন কিছু স্মৃতি যা সিন্ধুভৈরবী
জয়জয়ন্তীর মত বহু ক্ষত রয়ে গেছে ভিতরে দেয়ালে
কিছু কিছু অভিমান
ইমন-কল্যাণ
সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো
পুরুষ কীভাবে কাঁদে সে-ই শুধু জানে
কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল
মুহুর্মুহু নৌকোডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর
পৃথিবীর যাবতীয় প্রেমিকার সপ্তডিঙা ডুবছে যেখানে
সেখানে নারীর মত পদ্ম ফুটে থাকে
জল হাসে, জল তার চুড়ি পরা হাতে
নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগরার ছোবলে
সবকিছু কেড়ে নেয়, কেড়ে নিয়ে ফের ভরে দেয়
বাসি-হয়ে-যাওয়া বুকে পদ্মগন্ধ, প্রকাণ্ড উদ্যান
এই অপরূপ ধ্বংস, মরচে-পড়া ঘরের-দোরে চাঁপা রঙে এই চুনকাম
দরবারী কানাড়া এরই নাম?
সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো
পুরুষ কীভাবে বাঁচে সে-ই শুধু জানে
instagramSharePathic_arrow_out

Loading...