Kredyty

Tekst Utworu

এখনো তারে চোখে দেখি নি
এখনো তারে চোখে দেখি নি
শুধু বাঁশি শুনেছি
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি
এখনো তারে চোখে দেখি নি
এখনো তারে চোখে দেখি নি
শুধু বাঁশি শুনেছি
শুনেছি মুরতি কালো
শুনেছি মুরতি কালো
তারে না দেখা ভালো
সখী, বলো আমি জল আনিতে
যমুনায় যাব কি
এখনো তারে চোখে দেখি নি
এখনো তারে চোখে দেখি নি
শুধু বাঁশি শুনেছি
শুধু স্বপনে এসেছিল সে
নয়নকোণে হেসেছিল সে
শুধু স্বপনে এসেছিল সে
নয়নকোণে হেসেছিল সে
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই
আঁখি মেলিতে ভেবে সারা হই
কাননপথে যে খুশি সে যায়
কদমতলে যে খুশি সে চায়
কাননপথে যে খুশি সে যায়
কদমতলে যে খুশি সে চায়
সখী, বলো আমি আঁখি তুলে
কারো পানে চাব কি
এখনো তারে চোখে দেখি নি
এখনো তারে চোখে দেখি নি
শুধু বাঁশি শুনেছি
instagramSharePathic_arrow_out

Loading...