Teledysk

Audio Gitabitan Vol 2 | Prakiti Parjay | Singer : Indrakkhi Ghosh Basu
Obejrzyj Audio Gitabitan Vol 2 | Prakiti Parjay | Singer : Indrakkhi Ghosh Basu w YouTube

Dostępny w

Kredyty

Tekst Utworu

গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়
চাস নে, ফিরে চাস নে, দে তারে বিদায়
ভেসে যায়, ভেসে যায়
গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়
সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা
ধুলার আঁচল হেলায় ভরা
সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা
ধুলার আঁচল হেলায় ভরা
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়
ভেসে যায়
গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়
কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা
কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা
ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী
ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়
ভেসে যায়
গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়
চাস নে, ফিরে চাস নে, দে তারে বিদায়
ভেসে যায়, ভেসে যায়
গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়
instagramSharePathic_arrow_out