Kredyty
Tekst Utworu
গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র
শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র
গাব তোমার সুরে
করব তোমার সেবা দাও সে পরম শক্তি
চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি
গাব তোমার সুরে
সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য
বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য
গাব তোমার সুরে
নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রাণ
করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান
গাব তোমার সুরে
যাব তোমার সাথে দাও সে দখিন হস্ত
লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র
গাব তোমার সুরে
জাগব তোমার সত্যে দাও সেই আহ্বান
ছাড়ব সুখের দাস্য, দাও দাও কল্যাণ
গাব তোমার সুরেদাও সে বীণাযন্ত্র
শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র
গাব তোমার সুরে

