Kredyty
Tekst Utworu
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে
টুটল বাঁধন টুটল রে
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে
টুটল বাঁধন টুটল রে
রইল না আর আড়াল প্রাণে
বেরিয়ে এলেম জগৎ-পানে
রইল না আর আড়াল প্রাণে
বেরিয়ে এলেম জগৎ-পানে
হৃদয়শতদলের সকল দলগুলি
এই ফুটল রে, এই ফুটল রে
টুটল বাঁধন টুটল রে
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে
টুটল বাঁধন টুটল রে
দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে
দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে
আকাশ হতে প্রভাত-আলো
আমার পানে হাত বাড়ালো
আকাশ হতে প্রভাত-আলো
আমার পানে হাত বাড়ালো
ভাঙা কারার দ্বারে আমার
জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে
টুটল বাঁধন টুটল রে
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে
টুটল বাঁধন টুটল রে
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে
টুটল বাঁধন টুটল রে

