Kredyty
PERFORMING ARTISTS
Hemanta Mukherjee
Lead Vocals
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Songwriter
Tekst Utworu
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে, হাসোনা তো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু, আসোনা তো ।
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু, ভাসোনা তো ।
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে, হাসোনা তো ।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেনো
ওগো ধন্য মোরে
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেনো
ওগো ধন্য মোরে ।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় তবুও ভালবাসোনা তো
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে, হাসোনা তো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু, আসোনা তো ।
Written by: Gauri Prasanna Mazumder

