Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Kanika Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Tekst Utworu
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে
জননী, তোমার করুণ চরণখানি
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে
জননী, তোমার করুণ চরণখানি
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে
তোমারে নমি হে সকল জীবন-কাজে
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে
জননী, তোমার করুণ চরণখানি
Written by: Rabindranath Tagore


