Teledysk

Jakhon Porbe Na Mor Payer Chinnho
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
Shantidev Ghosh
Shantidev Ghosh
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composer

Tekst Utworu

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচাকেনা, মিটিয়ে দেব গো চুকিয়ে দেব বেচাকেনা, মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনাদেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায় কাঁটালতা, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তারগুলায় ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা, এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি এমনি সেদিন উঠবে ভরি চরবে গোরু, খেলবে রাখাল ওই মাঠে ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি এমনি সেদিন উঠবে ভরি চরবে গোরু, খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায়, সকল খেলায় করবে খেলা এই আমি আহা, কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহুডোরে আসব যাব চিরদিনের সেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহুডোরে আসব যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out