Tekst Utworu

আহা, হেই ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে তুমি তো গান বানানোর কারণ হলে লা লা লা লা লা লালা লালা লা লা লালা লা লা... তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে (ওরে বাবা রে বাবা রে) তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে
Writer(s): Prasen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out