Kredyty
PERFORMING ARTISTS
Monir Khan
Performer
COMPOSITION & LYRICS
Sohel Nijami
Composer
Liakot Ali Biswas
Songwriter
Tekst Utworu
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আহা রে, পাগল করেছো
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
আমাকে প্রাণে মেরেছো
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আহা রে, পাগল করেছো
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
আমাকে প্রাণে মেরেছো
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আমাকে পাগল করেছো
রূপসী চাঁদটাও হার মেনেছে
তোমার ওই আলোছায়া রূপের কাছে
রূপসী চাঁদটাও হার মেনেছে
তোমার ওই আলোছায়া রূপের কাছে
অপরূপ জোছনার মায়াবী জোছনা
অপরূপ জোছনার মায়াবী জোছনা
গোপনে কেড়ে নিয়েছো
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
আমাকে প্রাণে মেরেছো
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আহা রে, পাগল করেছো
চাঁদোয়া রাতটাও মনে রাঙালো
এই মনে ভালোবাসা রং ছড়ালো
ও, চাঁদোয়া রাতটাও মনে রাঙালো
এই মনে ভালোবাসা রং ছড়ালো
এ হাতে রেখে হাত নিজের অজান্তে
এ হাতে রেখে হাত নিজের অজান্তে
কখন যে ধরা পড়েছো
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
আমাকে প্রাণে মেরেছো
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আহা রে, পাগল করেছো
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
পাহাড়ি এলো চুল, দেখে যে করি ভুল
আমাকে প্রাণে মেরেছো
হৃদয়ে ভালোবাসা, দু'চোখে নেশা নেশা
আমাকে পাগল করেছো
Written by: Liakot Ali Biswas, Sohel Nijami

