Tekst Utworu

তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল বাঁচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই? কথার ওপর কেবল কথা ceiling ছুঁতে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড়ো কথার ওপর কেবল কথা ceiling ছুঁতে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out