Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Shusmita Anis
Performer
COMPOSITION & LYRICS
Kamal Das Gupta
Composer
Pranab Roy
Songwriter
Tekst Utworu
মোর মন চলে যায় সেই দেশে গো
যায়, চলে যায়
মোর মন চলে যায় সেই দেশে গো
যায়, চলে যায়
যেথায় ফুলের গন্ধ বয়ে
বাতাস ফেরে ছন্দ লয়ে
যেথায় ফুলের গন্ধ বয়ে
বাতাস ফেরে ছন্দ লয়ে
পিয়াল বনের স্বপ্নমোহে ভ্রমরা গুনগুন-গুনগুন গায়
পিয়াল বনের স্বপ্নমোহে ভ্রমরা গুনগুন-গুনগুন গায়
যায়, চলে যায়
মোর মন চলে যায় সেই দেশে গো
যায়, চলে যায়
যেথায় ব্যাকুল ঝরনাধারা, ঝরনাধারা
আপন গানে, আপনহারা আপনধারা
যেথায় ব্যাকুল ঝরনাধারা, ঝরনাধারা
আপন গানে, আপনহারা আপনধারা
যেথায় তরুণ হিয়ার দেশে স্বপ্নের কুমকুম, কুমকুম ছায়
যেথায় তরুণ হিয়ার দেশে স্বপ্নের কুমকুম, কুমকুম ছায়
যায়, চলে যায়
মোর মন চলে যায় সেই দেশে গো
যায়, চলে যায়
যেথায় ফাগুনদিনের পাখি
বাঁধে সুরের রঙিন রাখী
যেথায় ফাগুনদিনের পাখি
বাঁধে সুরের রঙিন রাখী
যেথায় বনের বিজন পথে বাজে গো রুমঝুম-রুমঝুম, হায়
যেথায় বনের বিজন পথে বাজে গো রুমঝুম-রুমঝুম, হায়
যায়, চলে যায়
মোর মন চলে যায় সেই দেশে গো
যায় চলে যায়
মোর মন চলে যায় সেই দেশে গো
যায় চলে যায়
Written by: Kamal Das Gupta, Pranab Roy


