Teledysk

Oi Tor Mayabi Chokh | Besh Korechi Prem Korechi | Koel | Jeet | Shreya Ghoshal | Jeet Gannguli
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Jeet Gannguli
Jeet Gannguli
Performer
Prasen
Prasen
Performer
Besh Korechi Prem Korechi (Original Motion Picture Soundtrack)
Besh Korechi Prem Korechi (Original Motion Picture Soundtrack)
Acoustic Guitar
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Prasen
Prasen
Songwriter
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Producer

Tekst Utworu

ওই তোর মায়াবী চোখ আঁচল হয়ে যাবো ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাবো আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো একবার ডেকে যা তুই বার বার চলে যাবো তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাবো আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাবো মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর আকাশ হয়ে যা তুই সাগর হয়ে যাবো আজ ঢেউ হয়ে যা তুই পাথর হয়ে যাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো একবার ডেকে যা তুই বার বার চলে যাবো তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত সে যেন আগে ছিল যে এলো হঠাৎ সে যেন আগে ছিল যে এলো হঠাৎ ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাবো আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো একবার ডেকে যা তুই বার বার চলে যাবো তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো
Writer(s): Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out