Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Tekst Utworu
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ
আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি
উলসিত তটিনী
উলসিত তটিনী
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
Written by: Rabindranath Tagore, Suman Ghosh
