album cover
Prostab
17 236
Pop
Utwór Prostab został wydany 6 sierpnia 2021 przez 2930200 Records DK jako część albumu Prostab - Single
album cover
Data wydania6 sierpnia 2021
Wytwórnia2930200 Records DK
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM187

Teledysk

Teledysk

Kredyty

COMPOSITION & LYRICS
Moontasir Rakib
Moontasir Rakib
Songwriter

Tekst Utworu

গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিল কত শত কবিতায়
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিল তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিল অদ্ভুত রং-তুলি
যা জমা থাকে আমার মনের মাঝে
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
তোমাকে কীভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা
তোমায় নিয়ে লেখা এই কবিতা
সেই কবিতার ছন্দটা তুমি
মিশে থাকা প্রতি অক্ষরে আমি
জানা নেই কী হতে পারে শেষটা
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
তোমাকে কীভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
Written by: Moontasir Rakib
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...