Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Pritom Hasan
Performer
COMPOSITION & LYRICS
Pritom Hasan
Composer
Inamul Tahsin
Lyrics
Tekst Utworu
(Si je n'aime pas)
(Je le brûlerai de toutes façons)
(Si je n'aime pas)
(Je le brûlerai de toutes façons)
তুমি হাসলে যে ফোটে ফুল সবখানে
তাই তো আমি করি যে ভুল বারে বারে
তুমি যেখানে, সেখানে পাখিরা ডাকে
সে পাখিরা কেউ তো চেনে না আমাকে
যদি তুমি জানতে চাও, কী চাই আমি পৃথিবীতে
রাখবে কি গোপন করে না হয়ে অবাক?
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক
শুধু তোমার ফুল, তোমার পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল, তোমার হাসিরা বেঁচে থাক
পলকবিহীন এ আয়নাতে চেয়ে থাকো যদি
সে ভেঙে যাবে
সে ভেঙে যাবে
তোমার প্রিয় তারার দল ভুলে গেছে আমাকে
অনেক আগে
অনেক আগে
যদি তুমি জানতে চাও, কত ব্যথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে না করে রাগ?
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক
শুধু তোমার ফুল, তোমার পাখিরা বেঁচে থাক
আমি তো চাই পৃথিবীর সবাই মরে যাক (সবাই মরে যাক)
শুধু আমার ভুল, তোমার হাসিরা বেঁচে থাক
Si je n'aime pas
Je le brûlerai de toutes façons (সবাই মরে যাক)
Si je n'aime pas
Je le brûlerai de toutes façons
Si je n'aime pas
Je le brûlerai de toutes façons
Si je n'aime pas
Je le brûlerai de toutes façons
Written by: Inamul Tahsin, Pritom Hasan
![Obejrzyj Morey Jak - Pritom Hasan [Official Music Video] w YouTube Obejrzyj Morey Jak - Pritom Hasan [Official Music Video] w YouTube](https://i.ytimg.com/vi/LOxUChIGqic/maxresdefault.jpg)