Tekst Utworu

আমি হারিয়ে গিয়েছি তোমার খোঁজে কোনো অজানা শহরে আমাকে তুমি আর খোঁজো না এখানে পাবে না আমাকে অদূরে এভাবে আমাকে কাঁদালে কেন বলো আমি কী ক্ষতি করেছি তোমার? স্বপ্নগুলো কাঁচের মতো ফসকে গিয়ে ভেঙে গেল আমি চেয়েছি তোমাকে শতবার তুমি থাকবে ভেবে তোমাকে দিলাম আমার সময়, আমার অমূল্যবান আটকে গেল আমার নিঃশ্বাস রাখতে গিয়ে তোমার অভিমান তোমার পথ চলে আজ আমি সব হারিয়ে তবু তোমার ছবি আমি রোজই দেখি দু'জন দু'দিক হাঁটি, তবু বলে দিলাম আমি নাই বলি তোমার সব কাহিনী আমার হঠাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম তোমায় কথা দিলাম তবু কেন আজও আশা দিয়ে যাও? আমার সাথে লুকোচুরি খেলে যাও কেন আমি বিশ্বাস করে যাই? তোমার চোখের মায়াতে পড়ে যাই তবু তোমার ছবি আমি রোজই দেখি দু'জন দু'দিক হাঁটি, তবু বলে দিলাম আমি নাই বলি তোমার সব কাহিনী আমার হঠাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম তোমায় কথা দিলাম
Writer(s): Shitom Ahmed Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out