Kredyty
PERFORMING ARTISTS
Indranil Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Tekst Utworu
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
এই পাগল হাওয়া, কী গান-গাওয়া
পাগল হাওয়া, কী গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
সে গান আমার লাগল যে গো
লাগল মনে আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগল যে গো
লাগল মনে আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে
ওই আকাশ-ছাওয়া, পাহাড় চাওয়া
আকাশ-ছাওয়া, পাহাড় চাওয়া
এমন করে লাগে আজি আমার নয়নে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
Written by: Rabindranath Tagore

