Teledysk

Shohage Adore (From "Belashuru")
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Dostępny w

Kredyty

PERFORMING ARTISTS
Anupam Roy
Anupam Roy
Lead Vocals
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Songwriter

Tekst Utworu

সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো কেউ বসে আছে তোমার অপেক্ষায় আধখানা ভোরে আলোরেখা হয়ে ভালোবেসে যাই কোলাহলে মাথা তুলে হাঁটি কানে লেগে থাকে তোমার গলার স্বর মোলায়েম রুমাল রোদে পরিপাটি আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর তোমার জানলায় কেউ তারা গোনে তোমার অপেক্ষায় শিশিরের রাতে ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই হাওয়া তাকে এনে দিলো ডালপালা আবছা হয়ে আসছে অহংকার ভালো লাগে পতুল পতুল এই খেলা এর নাম কেউ রেখেছে সংসার তাই বারান্দায় কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায় সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো কেউ বসে আছে তোমার অপেক্ষায় আধখানা ভোরে আলোরেখা হয়ে ভালোবেসে যাই
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out