Kredyty

PERFORMING ARTISTS
Ayub Bachchu
Ayub Bachchu
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bachchu
Ayub Bachchu
Composer
Ashok Choudhary
Ashok Choudhary
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ayub Bachchu
Ayub Bachchu
Producer

Tekst Utworu

যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
চাইলে খোদা যখন তখন
করতে পারে জারি শমন
সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
মায়ের কোলে জন্ম, সে তো খোদার অসীম দান
দমে দমে জীবন চলে, সেও খোদার দান
মায়ের কোলে জন্ম, সে তো খোদার অসীম দান
দমে দমে জীবন চলে, সেও খোদার দান
মাটির দেহ মাটি খাবে
সঙ্গে তোমার কী যাবে?
এক ইশারায় নিভতে পারে জীবনবাতি রে
চাইলে খোদা যখন তখন
করতে পারে জারি শমন
সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
পাপ-পুণ্যের বিচার হবে, রাখো তুমি ভেবে
কী জবাব তৈরি আছে, প্রশ্ন হলে দেবে
পাপ-পুণ্যের বিচার হবে, রাখো তুমি ভেবে
কী জবাব তৈরি আছে, প্রশ্ন হলে দেবে
সাড়ে তিন হাত বরাদ্দ
মানতে হবে এই সত্য
মরণের ভয় করো তুমি, খোদার বান্দা রে
চাইলে খোদা যখন তখন
করতে পারে জারি শমন
সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
চাইলে খোদা যখন তখন
করতে পারে জারি শমন
সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে
যে জীবন নিয়ে গর্ব তোমার
যে দেহ নিয়ে গর্ব তোমার
সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে
Written by: Ashok Choudhary, Ayub Bachchu
instagramSharePathic_arrow_out

Loading...