Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Lalon Band
Lalon Band
Performer
Meer Shahriar Hossain Masum
Meer Shahriar Hossain Masum
Keyboards
Sk Ahsanur Rahman
Sk Ahsanur Rahman
Drums
Sohel
Sohel
Electric Bass Guitar
COMPOSITION & LYRICS
Lalon Band
Lalon Band
Composer
PRODUCTION & ENGINEERING
Lalon Band
Lalon Band
Producer
SM Anwar Reaz (Mahmud)
SM Anwar Reaz (Mahmud)
Mixing Engineer
Sound Machine
Sound Machine
Recording Engineer
Antara
Antara
Recording Engineer

Tekst Utworu

এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন এক পথে তোর জগত জোড়া সুখের আলো আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো এক পথে মোর জগত জোড়া সুখের আলো আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি জানি গুরু তুমি আছো সেই না পথে আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন লালন বলে ভোলা মনরে সপে দে এখন হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে তুমি আমায় গ্রহণ কর শুদ্ধ কর মোরে ওরে আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
Writer(s): Lalon Band Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out