Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Shawon Gaanwala
Shawon Gaanwala
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Sajeeb
Ahmed Sajeeb
Composer
Masum
Masum
Composer
Ni Bulbil
Ni Bulbil
Songwriter

Tekst Utworu

এভাবেই তোমাকে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
রৌদ্রে পুড়ে হাসতে চাই
এভাবেই তোমাকে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
রৌদ্রে পুড়ে হাসতে চাই
তোমার জন্য, তোমার জন্য
কত পাগল আমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
ইচ্ছে হলে তোমাকে ছোঁবো
খুব গভীরে তোমার ডুব দেবো
ইচ্ছে হলে তোমাকে ছোঁবো
খুব গভীরে তোমার ডুব দেবো
করবো আমি শত পাগলামি
আমার বেঁচে থাকার কারণ তুমি
এভাবেই তোমাকে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
রৌদ্রে পুড়ে হাসতে চাই
তোমার জন্য, তোমার জন্য
কত পাগল আমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
তোমার প্রেমে ভাসাবো হৃদয়
হবো আমি শুধু তুমিময়
তোমার প্রেমে ভাসাবো হৃদয়
হবো আমি শুধু তুমিময়
করবো আমি শত পাগলামি
আমার বেঁচে থাকার কারণ তুমি
এভাবেই তোমাকে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
বৃষ্টি এলে ভিজতে চাই
রৌদ্রে পুড়ে হাসতে চাই
তোমার জন্য, তোমার জন্য
কত পাগল আমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
আমার বেঁচে থাকার কারণ তুমি
Written by: Ahmed Sajeeb, Masum, Ni Bulbil
instagramSharePathic_arrow_out

Loading...