Teledysk

Dostępny w

Kredyty

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
COMPOSITION & LYRICS
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
Composer
Masud Hasan Ujjal
Masud Hasan Ujjal
Songwriter

Tekst Utworu

জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে? জানো কি, কী করে স্বদেশ হারায় কীভাবেই আমি, কীভাবেই তুমি পরবাসী? আমি জানি সেই পথ দূর ঠিকানা খুঁজে আর লাভ কী? আমি জানি সেই পথ দূর ঠিকানা খুঁজে আর লাভ কী? জানো কি, কতটা ক্লান্ত হলে পেছনের পথ পেছনেই পড়ে থাকে? আমরা কেবল বেড়ে উঠি আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি প্রথম সকাল, নাকি গোধূলি আমরা কেবল বেড়ে উঠি আকাশ ফুঁড়ে মেঘে মেঘে দ্বন্দ্বময় বালিঘড়ি প্রথম সকাল, নাকি গোধূলি তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়? তবু কেন ফিরে পেতে চাওয়া যা কিছু আড়াল কুয়াশায়? জানো কি, তুমি জানো? হারালো চেনা শৈশব, কৈশোর জানো কি, তুমি জানো? কোন ভুলে হারালে তোমার স্বদেশ? জানো, তুমি জানো নাকি সব অজানা? জানো, তুমি জানো নাকি সব
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out