Teledysk

Rater Train
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Dostępny w

Kredyty

PERFORMING ARTISTS
Aurthohin
Aurthohin
Performer
COMPOSITION & LYRICS
Saidus Sumon
Saidus Sumon
Songwriter

Tekst Utworu

নিবিড় অজানায় ছুটে ছুটে যায় ওই রাতের ট্রেন নিবিড় অজানায় ছুটে ছুটে যায় ওই রাতের ট্রেন মিশে যায় পাহাড়ে ঘেরা কালো সেই পথ ধরে স্মৃতির জানালা খুলে দেখি ওই বহু দূরে নিবিড় অজানায় ছুটে ছুটে যায় ওই রাতের ট্রেন মিশে যায় পাহাড়ে ঘেরা কালো সেই পথ ধরে স্মৃতির জানালা খুলে দেখি ওই বহু দূরে দূরে ছুটে চলে রাতের ট্রেন পেরিয়ে যায় আমার সুখেরী শহর আরো দূর বহুদূরে পথে যেতে হবে জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড় বৃষ্টি ছুয়ে যায় কোনো দূর মেঠো পথে স্তব্ধ ওই সীমানায় বৃষ্টির শব্দ এসে আমার এই মনটাকে বিক্ষুব্ধ করে দায় এই রাতে জানালায় অথৈ বাতাস ছুয়ে যায় আজ আমাকে অস্থির মন তাই আজ আমার ঘর ছাড়া এই জীবনটাকে নিয়ে চলেছি বহুদূর জানিনা কোথায় থমকে যাবে দূরে ছুটে চলে রাতের ট্রেন পেরিয়ে যায় আমার সুখেরী শহর আরো দূর বহুদূরে পথে যেতে হবে জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড় দূরে ছুটে চলে রাতের ট্রেন পেরিয়ে যায় আমার সুখেরী শহর আরো দূর বহুদূরে পথে যেতে হবে জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড দূরে ছুটে চলে রাতের ট্রেন পেরিয়ে যায় আমার সুখেরী শহর আরো দূর বহুদূরে পথে যেতে হবে জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
Writer(s): Saidus Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out